রিয়াদে জাতীয় সংসদরে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ সংর্বধিত

মফিজুর রহমান কবিরঃ জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ এমপিকে, রিয়াদ দূতাবাসের পক্ষ থেকে সম্মান সূচক ক্রেস ও ফুলের তোরা দিয়ে সংবর্ধনা জানান সৌদিআরবে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ ও দূতাবাস কর্মকর্তা গণ । এছাড়াও ফুল দিয়ে শুভেচ্ছা জানান রিয়াদ শাখা জাতীয় পার্টির সভাপতি কামরুজ্জামান কাজল ,রিয়াদ আওয়ামীলীগ,রিয়াদ জেলা সেচ্ছাসেবকলীগ,রিয়াদ মহানগর সেচ্ছাসেবকলীগ ,রিয়াদ আওয়ামী পরিষদ ও সৌদিআরব বঙ্গবন্ধু ফাউণ্ডেশনের নেতৃবৃন্দ ।
রাষ্ট্রদূত গোলাম মসীহ্ র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জাতীয় সংসদের বিরুধী দলীয় নেত্রী বেগম রওশন এরশাদ ,তিনি বলেন জাতীয় পার্টি আওয়ামীলীগের পাশে আছে, থাকবে এবং মানুষের কল্যানে কাজ করে যাবে ।প্রবাসীদের অভিবাসন ব্যয় রহিতকরনের জন্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন তিনি জানান তিনি আরো বলেন ৭/৮ লক্ষ্য টাকা খরচ করে প্রবাসীরা বিদেশে আসে ৮ লক্ষ্য টাকা আয় করতে ৫ব$র সময় লেগে যায় ,অভিবাসন ব্যয় না কমালে প্রবাসীরা ক্ষতিগ্রস্ত হবে ,প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান হবে যেন এ বিষয় কার্যকর ব্যবস্তা গ্রহন করা হয় ।জঙ্গিবাদ প্রসঙ্গে তিনি বলেন দেশে কোনো আই এস নাই ,দেশিয় সন্ত্রাসীরা জঙ্গিবাদের সৃষ্টিকরে নৈরাজ্য চালাচ্ছেন ,তিনি সকলকে নৈরাজ্যের বিরুদ্ধে ঘুরে দাড়ানোর আহ্ববান জানান ।
দূতাবাস কাউন্সেলর মনিরুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিরোধী সংসদীয় নেত্রীর সফর সঙ্গী”সংসদ সালাউদ্দিন মুফতি এমপি ,সংসদ বেগম রওশনারা এমপি ,বেগম নুরি হাফসা লিলি চৌধুরী এমপি ,এ ছাড়াও বক্তব্য রাখেন রিয়াদের রাজনৈতিক সামাজিক ও কমনিটির নেতৃবৃন্দু এবং বাংলাদেশ দূতাবাস কর্মকর্তাগণ ।