রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে আহত বিকাশকর্মী মারা গেছেন

রাজশাহী অফিসঃ রাজশাহীতে ছিনতাইকারীদের গুলিতে আহত দুই বিকাশকর্মীর মধ্যে একজন মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম (৪০)। রোববার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত রবিউল নগরীর কাজলা বৌ বাজার এলাকার আবুল কাশেমের ছেলে। তার পিঠে ও পেটে দুটি গুলি লেগেছিল।

গত বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মহাগরীর মতিহার থানার বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে ছিনতাইকারীদের গুলিতে আহত হয়েছিলেন বিকাশকর্মী রবিউল ইসলাম (৪০) খড়খড়ি এলাকার মনিরুল ইসলামের ছেলে মমিনুল ইসলাম পলাশ (৩৫)। তারা রাজশাহীর মেসার্স ওমর আলী নামে বিকাশের একটি এজেন্ট প্রতিষ্ঠানের কর্মী হিসেবে কাজ করতেন।

ওই দিন তারা মোটরসাইকেলযোগে বানেশ^র বাজারে ১২ লাখ টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। পথে বাংলা ট্রাক ক্রিকেট একাডেমির সামনে আরেকটি মোটরসাইকেলে তিনজন ছিনতাইকারী তাদের ধাওয়া দিয়ে পেছন থেকে গুলি করে।

গুলিবিদ্ধ হওয়ার পর রবিউল ও পলাশকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। পরে রবিউলের শরীরে আট ঘন্টা ধরে অস্ত্রপচার করা হয়। এরপর তাকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়। সেখানে শুক্রবার তার জ্ঞান ফেরে। এরপর রোববার ভোররাতে তার মৃত্যু হয়।

এদিকে ছিনতাইকারীরা অপর বিকাশকর্মী পলাশের পায়ে একটি গুলি করেছিল। তার পায়েও অস্ত্রপচার করা হয়েছে। তবে বর্তমানে তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, রবিউলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আর ছিনতাইকারীদের শনাক্ত করে আটক করতে পুলিশি তৎপরতা চলছে।