রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু

রাজশাহী অফিসঃ রাজশাহীতে চার দিনব্যাপি বনসাই প্রদর্শনী শুরু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে মনিবাজার চত্বরে প্রদর্শনীর উদ্বোধন করেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. নূরুল হোসেন চৌধুরী ও বিশিষ্ট সংগীত শিল্পী এন্ড্রু কিশোর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাজশাহী বনসাই সোসাইটির সভাপতি সৈয়দ মাহফুজ-ই-তৌহিদ। স্বাগত বক্তব্য দেন, সোসাইটির সাধারণ সম্পাদক সারোয়ার মুর্শেদ।

প্রদর্শনীতে ৬৫ জন শিল্পীর ২৪০টি বনসাই স্থান পেয়েছে। প্রদর্শনীতে উল্লেখযোগ্য গাছের মধ্যে রয়েছে, দেশি বট, পাইকর, লাইকর, শ্যাওড়া, ঘুনিবিচি, তমাল, বৈচি, জিলাপি, তেঁতুল, কামিনী ও ফাইকন ইত্যাদি। প্রদর্শনী সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। রোববার এ প্রদশর্ণীর সমাপনী অনুষ্ঠিত হবে।