রাজবাড়ি প্রতিনিধি:
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রাজবাড়িতে মেডিকেল ক্যাম্প থেকে ৩২৬ জন রোগী বিশেষজ্ঞ স্বাস্থ্য সেবা নিয়েছেন। পাশাপাশি এ স্বাস্থ্য ক্যাম্প থেকে রোগীদের মাঝে বিনামূল্যে ঔষধও সরবরাহ করা হয়।
সোমবার স্বাধীনতা দিবস উপলক্ষে স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করে রাজবাড়ি পুলিশ সুপার ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ্ও মিটফোর্ড হাসপাতালের নাক, কান ও গলা বিভাগ।
পুলিশ সুপার (রাজবাড়ি) আসমা সিদ্দিকা মিলির সৌজন্যে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের নাক কান ও গলা ( ইএনটি ) সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মনি লাল আইচ লিটুর নেতৃত্বে এ স্বাস্থ্য সেবা কর্মসূচির আয়োজন করা হয়।
মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, বিশেষ অতিথি হিসেবে রাজবাড়ি জেলার জেলা প্রশাসক শওকত আলী।