যুব ইউনিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

যুগবার্তা ডেস্কঃ এদেশের লড়াই-সংগ্রাম ও গৌরবের প্রগতিশীল যুব আন্দোলনের পথিকৃত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আজ রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রাক্কালে সংগঠনের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়াদ এক বিবৃতিতে বলেন, যুব ইউনিয়ন ১৯৭৬ সালের ২ শে আগস্ট প্রতিষ্ঠার দিন থেকে এদেশের জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে, প্রাকৃতিক দুর্যোগে, সাম্প্রদায়িকতা ও সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রামে সর্বোপরি যুব সমাজের কর্মসংস্থানের সংগ্রামে আপোসহীন লড়াই-সংগ্রাম করে আসছে। তারই ধারাবাহিকতায় আগামী দিনেও সাম্প্রদায়িক জঙ্গিবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে যুব ইউনিয়ন তার লড়াই অব্যাহত রাখবে। পাশাপাশি সংগঠনের চলতি কর্মসূচি “ঘুষ ছাড়া চাকুরি চাই” আন্দোলন ও দলীয়করণ লুটপাট ও দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামকে বেগবান করবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে আজও সকল যুবকদের কর্মসংস্থান ও কর্ম নিরাপত্তা নিহিত করা হয়নি। দেশের অগ্রযাত্রার মূল চালিকাশক্তি যুব সমাজকে কর্মহীন রেখে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয়। ’৭২-এর সংবিধানের ৪ মূল নীতি বাস্তবায়ন ছাড়া মুক্তিযুদ্ধের চেতনার ধারার বিপরীতে দেশ পরিচালিত হবে। যা কাক্সিক্ষত হতে পারে না। তাই সাম্প্রদায়িক জঙ্গিবাদ, সাম্রাজ্যবাদ, কর্মসংস্থান সংকট, লুটপাট দুর্নীতিমুক্ত দেশ গড়তে দেমের যুব সমাজকে সাথে নিয়ে যুব ইউনিয়ন তার ধারাবাহিক সংগ্রাম অব্যাহত রাখবে।
সাহসী যৌবনে সুন্দর আগামীর প্রত্যয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক হাফিজ আদনান রিয়া, প্রেসিডিয়াম সদস্য শেখ আবদুল মান্নান, দপ্তর সম্পাদক সেলিম রেজা, নুরুল ইসলাম গাজী প্রমুখ নেতৃবৃন্দ।