মোংলায় বঙ্গবন্ধুর জন্মদিন পালিত

খুলনা অফিসঃ সারাদেশের ন্যায় মোংলায় শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্ম বার্ষিকী এবং জাতীয় শিশু দিবসে সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়েছে।

কর্মসুচির মধ্যে ছিলো জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালী, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, কেককাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। উপজেলা প্রশাসনের আয়োজনে বিাভিন্ন সংগঠনের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালী মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বর এসে শেষ হয়। সবশেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এছাড়া সেন্ট পল্স উচ্চ বিদ্যালয়, মোংলা সরকারি কলেজ, টি এ ফারুক স্কুল এন্ড কলেজ, চালনা বন্দর মডেল মাধ্যমিক বিদ্যালয়, বঙ্গবন্ধু মহিলা কলেজের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সরোয়ার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নজরুল ইসলাম ও থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।

সেন্ট পল্স স্কুল আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মনীন্দ্র নাথ হালদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, শিক্ষক স্বপন মন্ডল, ডি মারিনো মন্ডল, শ্যামল হালদার প্রমূখ। এছাড়া আ্ওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নানা কর্মসুচি পালিত হয়।