খুলনা অফিসঃ নাশকতা মামলায় মোংলা উপজেলা ছাত্রদল নেতা তারিক হোসেন শিমুলকে বুধবার রাতে উত্তর চাঁদপাই গ্রামের নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ।
মোংলা থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী জানান তারিক হোসেন শিমুলের বিরুদ্ধে আগে থেকেই বিশৃংখলা সৃষ্টির অভিযোগ রয়েছে। আইন-শৃংখলা পরিস্থিতির অবনতিতে বড় ধরণের ঘটনা ঘটাতে পারে বলে নিশ্চিত হ্ওয়ায় নাশকতায় মামলায় ছাত্রদল নেতা শিমুলকে গ্রেফতার করে বুধবার সকালে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তারিক হোসেন শিমুলের বড় ভাই তানজীম হোসেন মুকুল জানান বুধবার রাতের প্রথম প্রহরে পুলিশ এসে শিমুলকে নিয়ে যায়। ধারনা করছি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি’র রাজনীতি করায় হয়তো তাকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রদল নেতা তারিক হোসেন শিমুলকে গ্রেফতার করায় নিন্দা এবং তার মুক্তির দাবী জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাগেরহাট জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. শেখ ফরিদুল ইসলাম, মোংলা উপজেলা বিএনপি’র সভাপতি মৃধা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মান্নান হাওলাদার, ছাত্রদল সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কাশেম।