মোংলায় নারী ও ধর্র্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন

মোংলা অফিসঃ সারাদেশে নারী ও ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এবং নুসরাতসহ সকল হত্যাকান্ডের বিচারের দাবীতে আজ সকালে মোংলায় পৌরসভা চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি মজুমদার। সমাবেশে বক্তব্য রাখে বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক উৎপল মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উদয় শংকর বিশ্বাস, মনিমোহন অধিকারী, স্বপন মন্ডল, বিনয় কৃষ্ণ মন্ডল প্রমূখ।

সমাবেশে বক্তারা সারাদেশে নারী এবং ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের বিরুদ্ধে দেশবাসীকে রুখে দাড়ানোর আহবান জানান। বক্তারা নুসরাতসহ সকল হত্যান্ডের ন্যায় বিচার দাবী করেন।