মোংলা অফিসঃ ”খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন” শ্লোগানে জাতীয় পুষ্ঠি সপ্তাহ উপলক্ষে মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আয়োজনে আজ সকালে হাসপাতাল চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ, ডাঃ রাফিউল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নবনীতা দত্ত, উপজেলা প্রকৌশলী মোঃ রবিউল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাজ্জাত আলী, ইউপি চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হোসেন হাওলাদার,ভারপ্রাপ্ত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোজাফ্ফর হোসেন, শামসুল আলম প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন পুষ্টি উন্নয়নের বুনিয়াদ। পুষ্টিহীনতায় মানুষের বিকাশ বাধাগ্রস্থ হয়। পুষ্টি সম্পর্কে সচেতনতা তরীকে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, চিকিৎসক, নার্স, সাংবাদিক, শিক্ষক-শিক্ষিকাসহ নানা শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালী হাসপাতাল চত্বর হতে শুরু করে মোংলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ ঘুরে আবার হাসপাতাল চত্বরে এসে শেষ হয়।