মোংলা অফিসঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ মোংলা শাখার আয়োজনে আজ মঙ্গলবার বিকেলে ব্যাংক মিলনায়তনে মাহে রমজান উপলক্ষ্যে ”সিয়াম,তাকওয়া, সাদাকাহ ও ওয়াকফ” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক মোংলা শাখা প্রধান নুর মোহাম্মদ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হ্ওালাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি সেখ আব্দুস সালাম, সাধারণ সম্পাদক সেখ আব্দুর রহমান ও উপজেলা আ্ওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন।
ইফতার মাহফিলে প্রধান বক্তা ছিলেন মোংলা বাজার মসজিদের পেশ ইমাম ম্ওালানা মু. তয়েবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংকের সিনিয়র অফিসার মোঃ আব্দুল মুত্তালিব, অফিসার মোঃ আজিজুর রহমান প্রমূখ।
আলোচনা সভা ও ইফতার মাহফিলে মোংলা বিভিনś শ্রেণী-পেশার দুই শতাধিক সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।