মিনুকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনুকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালের সিসিইউতে নেয়া হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুওে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করলে রাজশাহী কারাগার থেকে দ্রুত রাজশাহী হাসপাতালে স্থানান্তর করা হয়। ২০১১ সালের ৪ জুন রাজশাহীর সাহেববাজার জিরোপয়েন্টে তৎকালীন বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ারের ওপর হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। ওই ঘটনায় মিনুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় সাড়ে ৩শত নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করে।
এ মামলায় পুলিশ গত বছর মিনুকে গ্রেফতার করে। ২০১৪ সালের মার্চ মাসে তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।