মাঠে নামার জন্য তৈরি তাসকিন

বিপিএলে যখন দারুণ ছন্দে ফিরলেন, তখন তার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয় ছিল না। কিন্তু সেই বিপিএলেই ইনজুরিতে পড়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেলেন এবং বিশ্বকাপ সংশয়ে পড়ে গেল। এখনও সেই ইনজুরি থেকে পুরো সেরে মাঠে ফেরার জন্য লড়াই করছেন তাসকিন আহমেদ। গতকাল পুরো রান আপে বল করেছেন। নিজে টের পাচ্ছেন, এই সময়ে ভালো উন্নতি হয়েছে তার। ইতিমধ্যে নির্বাচকরা অবশ্য বিশ্বকাপে তার বিকল্পও ভাবতে শুরু করেছেন। কিন্তু তাসকিন এখনও হাল ছাড়তে রাজি নন। ম্যাচ ফিটনেসের কাছে যেহেতু চলে এসেছেন, এখন ঢাকা লিগ খেলে নিজেকে আবার ফিরে পেতে চান। তাসকিন বলছিলেন, এখন পর্যন্ত তার ফিটনেসের যে অবস্থা, তাতে ম্যাচ খেললেই নিজেকে ফিরে পেতে পারেন। গতকাল নিজের উন্নতি নিয়ে কথা বলতে গিয়ে বাংলাদেশের এই অন্যতম দ্রুতগতির বোলার বলছিলেন, ‘ডে বাই ডে ইমপ্রুভ হচ্ছে, মাশা আল্লাহ। আজকে ফুল রান আপে বোলিং করেছি। আল্লাহর রহমতে সমস্যা হয়নি। সব মিলিয়ে এটা ভালো লাগছে যে এতদিন পর ফুল রান আপে বোলিং করলাম। এভাবে চলতে থাকলে ইনশা আল্লাহ, লিগে খেলার পরিকল্পনা আছে সামনে।’ গতকাল পুরো রান আপে বোলিং করার প্রথম দিনে কিছুটা জড়তা ছিল বলেই বলছিলেন তাসকিন। তবে সময়ের সাথে সেটা কেটে গেছে বলে বললেন তিনি, ‘কিছুটা জড়তা আজকে ছিল। এতদিন পর ফুল রান আপে বোলিং করলাম। কিন্তু সেশনটা শেষ হওয়ার পর এখন অনেক ভালো লাগছে যে আল্লাহর রহমতে প্রবলেম ছাড়া শেষ হয়েছে। শুরু করার আগে নার্ভাস ছিলাম একটু। এটা এখন বেটার মাশা আল্লাহ।’ এখন দ্রুতই মাঠে নামার ইচ্ছে তাসকিনের। বিসিবির চিকিত্সক ও ফিজিও দেখে তাকে খেলার জন্য তৈরি বলেই মনে করেছেন। তাসকিন বলছিলেন, ‘ফিজিও দেখলেন এবং দেবাশীষদা (বিসিবি চিকিত্সক) ও শাওন ভাই (ফিজিও) তারা দুজনই ছিলেন। শাওন ভাই তো বোলিং সেশনের সময়ও ছিলেন। এর পরে দেবাশীষ দার সঙ্গে কথা বললেন। তো ওভার অল তারাও খুশি। আসলে তাদের কথা অনুযায়ী সবকিছু করছি। এগুচ্ছি ফিজিওর পরিকল্পনা অনুযায়ী। এইতো সব ঠিক থাকলে দ্রুতই খেলা শুরু করবো বলে আশা করছি।’ লিগে খেলার সুযোগটা এলেও সেটা হয়তো সুপার লিগ থেকে আসবে। তবে কোন দলে খেলবেন, সেটা এখনও ঠিক করে উঠতে পারেননি তাসকিন, ‘লিগে খেলার সুযোগ আসবে ইনশা আল্লাহ। কয়েকটা টিমের সঙ্গে কথা চলছে। লিগের শেষ ম্যাচ থেকেই খেলার পরিকল্পনা। যদি সমস্যা না হয় ইনশা আল্লাহ।’ যে দলের হয়েই হোক, মাঠে নামাটাই এখন জরুরি বলে মনে করছেন এই পেসার। তিনি বলছিলেন, ‘আসলে মানসিকভাবে তো ফিট আছি। যদি লিগে ঠিক মতো খেলতে পারি সুস্থ অবস্থায় তখন শারীরিকভাবেও ফিট মনে করবো।’-ইত্তেফাক