মংলা অফিসঃ ’ভবিষ্যতের জন্য জলাভ’মিঃ স্থায়ীত্বশীল জীবিকা’ শ্লোগানে মংলার আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ে বিশ্ব জলাভ’মি দিবস উপলক্ষ্যে সুন্দরবনের চাঁদপাই সহ-ব্যবস্থাপনা সংগঠন এবং কোডেক’র ক্রেল প্রকল্পের আয়োজনে উন্নয়ন দাতা সংস্থা ইউএসএইড- উইনরক-এর সহযোগিতায় ২ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে আলোচনা সভা, র্যালী ্ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আজিজ ভাট্টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান চন্দ্র সরকার। আলোচনা সভায় মূল বক্তব্য রাখেন কোডেক ক্রেল প্রকল্পের মোঃ মাহফুজুল ইসলাম। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সুন্দরবন সহ-ব্যবস্থাপনা কমিটির ্ওলিউর রহমান, ইউপি সদস্য আবজাল হোসেন প্রমূখ। আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।