ব্যবসায় নামছে অভিনেত্রী মাহি

যুগবার্তা ডেস্কঃ এবার ব্যবসায় নাম লেখাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহি । তিনি নিজের তৈরি জিনিসপত্রই বিক্রি করবেন । প্রাথমিকভাবে হস্তশিল্প নিয়ে কাজও শুরু করেছেন ।
অভিনেত্রী তার প্রতিষ্ঠানের নাম দিচ্ছেন স্করপিয়ন হাট। ল্যাম্পশেড, হ্যান্ডব্যাগসহ নানাকিছু থাকবে তার প্রতিষ্ঠানে। ছোটবেলা থেকেই তার হস্তশিল্পের প্রতি টান মাহি জানিয়েছেন । স্বপ্ন দেখতেন হস্তশিল্পের প্রতিষ্ঠান গড়ার। এখন তার সে স্বপ্ন পূরণ হবার পথে জানাগেছে।
মাহি আরও জানান গুলশান, বনানী এলাকায় ইতিমধ্যে দোকানও খুঁজছেন তিনি। এদিকে হস্তশিল্পের উপর অভিজ্ঞতা অর্জনের জন্য সম্প্রতি চীন থেকেও ঘুরে এসেছেন এই অভিনেত্রী।