বাংলাদেশ পয়েন্ট বাড়াতে আয়ারল্যান্ড সফরে

যুগবার্তা ডেস্কঃ চলতি বছরের আন্তর্জাতিক ক্রিকেটে তেমন কোনও ব্যস্ততাই নেই বাংলাদেশের। ফাঁকা স্লটের ছড়াছড়ি। চাইলেই আইসিসি ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে নীচে থাকা দলগুলিকে নিজেদের দেশে আমন্ত্রণ জানাতেই পারত বিসিবি। এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে আগ্রহী পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবোয়ে। চলতি বছরের নভেম্বরে বাংলাদেশ সফরে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে তাদের আগ্রহের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) চিঠি দিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। নভেম্বর মাসের প্রথম তিন সপ্তাহ শ্লট থাকার পরও সে প্রস্তাবে রাজি হয়নি বিসিবি। ২০১৯ সালে ইংল্যান্ডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহনের যোগ্যতা অর্জনের জন্য ২০১৭-র ৩০ সেপ্টেম্বরের মধ্যে আইসিসি’র ওয়ানডে র‌্যাঙ্কিয়ে সেরা আটে থাকতেই হবে।