বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ শুরু আজ

যুগবার্তা ডেস্কঃ আজ শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আজকের এই ম্যাচ দিয়ে কার্যত শুরু হচ্ছে বাংলাদেশের দীর্ঘ আন্তর্জাতিক ক্রিকেটের মৌসুম। গতবছর নভেম্বর মাসে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলো বাংলাদেশ। প্রায় ১১ মাস বিরতির অবসান ঘটিয়ে আবার মাঠে নামছে মাশরাফির দল।

আজ দুপুর আড়াইটায় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচ। সিরিজের তিনটি ম্যাচই হবে দিবা-রাত্রির; ভেন্যুও একই। ২৮ সেপ্টেম্বর দ্বিতীয় ও ১ অক্টোবর সিরিজের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে প্রতিটি ম্যাচের সাথে একদিন করে রিজার্ভ ডে থাকছে।