যুগবার্তা ডেস্কঃ মডেল অপ্সরা আলী মিস এশিয়া ২০১৬’ প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছেন । ভারতের কেরালার কোচিতে আগামী ১৮ আগষ্ট এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার এ আয়োজনে যোগ দিতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন ।
দেশের উত্তর অঞ্চল রাজশাহীর মেয়ে অপ্সরা গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মিস কসমোপলিটান ২০১৫ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। এবার মিস বাংলাদেশ ২০১৬ নির্বাচিত হয়েছেন তিনি।
অপ্সরা আলী বিজয়ী হতে সহযোগিতা করার জন্য সবাইকে মিস এশিয়া পেজে লাইক দেওয়ার আহ্বান জানান । এছাড়া সকলের দোয়া কামনা করেছেন। এজন্য পেজটিতে তার ছবি, ভিডিওসহ সবকিছুতে লাইক দিতে হবে।
তিনি ২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার সেরা পাঁচে উঠে পরিচিতি পান অপ্সরা। তখন মিস বিউটি স্মাইল খেতাব জেতেন । এরই মধ্যে মডেল হয়েছেন এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেলসহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রে। অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘ভূতের বাড়ি’, ‘এই শহরে’ ও ‘কেয়া’য়। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পরবাসিনী’।