বরিশাল প্রতিনিধিঃ
কুষ্টিয়ায় হোমিও চিকিৎসক ডাঃ সানোয়ার রহমানকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও খুনীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিসহ স্বাভাবীক মৃত্যুর গ্যারান্টির দাবিতে মঙ্গলবার সকালে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। বরিশাল হোমিও প্যাথিক চিকিৎসক সমিতির আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে ডাঃ হুমায়ুন কবীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন ডাঃ সাইদুর রহমান কামাল, ডাঃ জিয়া হায়দার, ডাঃ আবুল বাশার, ডাঃ সাঈদ মাহমুদ, ডাঃ এইচএম ইমরুল হাসান, ডাঃ এইচএম নাজমুল হক, ডাঃ তৌহিদুল ইসলাম, ডাঃ মেহেরুন হাসান, ডাঃ মাসুম বিল্লাহ, ডাঃ রুমি বেগম প্রমুখ।