বরিশালের নৌ যাত্রীদের সীমাহীন দুর্ভোগ

বরিশাল প্রতিনিধি ॥
নৌ-যান শ্রমিক ফেডারেশনের ডাকা অনিদিষ্টকালের ধর্মঘটের কারণে বরিশালসহ গোটা দক্ষিণাঞ্চলের নৌ-রুটের সকল প্রকার যাত্রীবাহি লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন দখিনের যাত্রীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সর্বনিম্ন মজুরি দশ হাজার টাকা প্রদানসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষে বরিশালসহ সারাদেশে অনির্দিষ্টকালের জন্য নৌ-যান ধর্মঘট বুধবার দিবাগত রাত ১২টা ১মিনিট থেকে শুরু হয়। গত ২৬ জানুয়ারি থেকে শ্রমিক ফেডারেশন লাগাতার ধর্মঘট আহবান করেছিল। ওই সময় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি জরুরি সভা করে দাবি মেনে নেয়ার জন্য একমাস সময় চাইলে ধর্মঘট স্থগিত করা হয়। এরপর প্রায় তিনমাস হতে চললেও শ্রমিকদের দাবি মেনে নেয়া হয়নি। ফলে গত ১১ এপ্রিল নৌযান শ্রমিক ফেডারেশন এক সাংবাদিক সম্মেলন করে সারাদেশে নৌ-যান ধর্মঘট শুরু করার ঘোষনা করেন। ফলে যাত্রীবাহী ও পণ্যবাহী, অয়েল ট্যাঙ্কারসহ সব ধরনের যাত্রীবাহি নৌ-যান চলাচল বন্ধ রয়েছে।