বরিশাল অফিসঃ উজিরপুরে এইচএসসি পরীক্ষার হিসাব বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ৩ শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উজিরপুর পৌরসভার মাহাড় গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রামেরকাঠী টেকনিক্যাল কলেজের শিক্ষক সমিরন বিশ্বাস ও পরেশ বেপারী এবং মুন্সির তালুক কলেজের শিক্ষক আবুল কাসেম।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, সোমবার ছিল এইচএসসি’র হিসাব বিজ্ঞান পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার সাথে সাথে উপজেলার বিএন খান কেন্দ্র থেকে এক শিক্ষক মোবাইলে ছবি তুলে ওই শিক্ষকদের মোবাইলে পাঠায়। আটককৃত শিক্ষকরা পৌরসভার মাহার এলাকায় সমিরন বিশ্বাসের বাসায় বসে প্রশ্নের উত্তর তৈরি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই বাসায় অভিযান চালিয়ে তিন শিক্ষককে আটক করে। এ সময় তাদের মোবাইলে হিসাব বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর তৈরির সিট পাওয়া যায়। এ সময় তাদের ৩ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বলে জানান ওসি শিশির পাল।