মাহাবুবুর রহমানঃ বিএনপি মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগির বলেছেন, প্যারোলে নয়, জামিনে মুক্তি পাবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে। তার জামিন পাওয়ার অধিকার রয়েছে। আজ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে গণঅনশন কর্মসূচিতে এ কথা বলেন তিনি।
১৪ মাস কারাবন্দি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। সকাল ১০ টা থেকে বেলা ৪ টা পর্যন্ত এ কর্মসূচিতে জাতীয় ঐক্যফ্রন্ট ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা অংশ গ্রহণ করেন।তবে তাদের শরিক জামায়াত ইসলামীর কাউকে অংশ নিতে দেখা যায়নি।বেলা ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মনিরুজ্জামান মিয়া শরবত পান করিয়ে অনশন ভঙ্গ করান।
গণঅনশনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ উদ্দীন আহমেদ বীরবিক্রম, শামসুজ্জামান দুদু, ডা. এজেডএম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, আবদুস সালাম, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন।
এছাড়া জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বঙ্গবীর কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহবায়ক মাহামুদুল হক মান্নাসহ জোটের নেতারা সংহতি বক্তব্য রাখেন।