পাটশিল্প ধ্বংসের সকল ষড়যন্ত্র প্রতিরোধ করা হবে

যুগবার্তা ডেস্কঃ দেশের প্রগতিশীল ও শোষণমুক্তির সংগ্রামে নিয়োজিত ট্রেড ইউনিয়নসমূহের জাতীয় জোট ‘শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলন’-এর উদ্যোগে আজ সকালপ বাংলাদেশ পাটশিল্প কর্পোরেশনের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে।
আন্দোলনরত পাটকল শ্রমিকদের সকল বকেয়া ২০ রমজানের মধ্যে পরিশোধের দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে জোটের আহবায়ক শ্রমিকনেতা মনজুরুল আহসান খান বলেন, পরিকল্পিতভাবে দেশের পাটশিল্প ধ্বংসের ষড়যন্ত্র চলছে। পাটকল বন্ধ করা ও বেসরকারিকরণের নয়া উদারনীতিবাদী প্রকল্প বহু আগে থেকে চলমান আছে। বর্তমান সরকার মুখে জাতীয় শিল্প রক্ষার কথা বললেও বাস্তবে পাটশিল্প ধ্বংসের প্রকল্পই বাস্তবায়ন করে চলেছে।

মনজুরুল আহসান খান বলেন, পাটশিল্পের সাথে শ্রমিকের স্বার্থ, কৃষকের স্বার্থ এবং জাতীয় স্বার্থ নিবিড়ভাবে জড়িত। তাই রাষ্ট্রায়ত্ত পাটশিল্প ধ্বংসের সকল চক্রান্ত এদেশের মানুষ প্রতিহত করবে। তিনি আসন্ন ঈদের পূর্বে অন্তত ২০ রমজানের মধ্যে পাটকল শ্রমিকদের সকল বকেয়া পরিশোধ করার দাবি জানান। তিনি বলেন, শ্রমিকদের যদি রাস্তায় ঈদ করতে হয় তাহলে শ্রমিকরা কাউকেই ঈদ করতে দেবে না।

আরও বক্তব্য রাখেন শ্রমজীবী ও শিল্প রক্ষা আন্দোলনের সদস্য সচিব হারুনার রশীদ ভূইয়া, বাংলাদেশের জাতীয় শ্রমিক জোটের সভাপতি আব্দুল কাদের হাওলাদার, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক জলি তালুকদার, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি রফিকুল ইসলাম পথিক, শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম, হযরত আলী, মাহাতাব উদ্দিন শহীদ, শাহাবুদ্দিন আহমেদ প্রমুখ।

শেষে একটি প্রতিনিধি দল বাংলাদেশ পাটকল কর্পোরেশনের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি গ্রহণ করেন কর্পোরেশনের সচিব জনাব একেএম তারেক।