পল্লী প্রগতি সমিতির শিক্ষা বৃত্তি প্রদান

পটুয়াখালী থেকে সুমন দাস মুন্নাঃ পল্লী প্রগতি সমিতি, পটুয়াখালী এর উদ্যোগে পিকেএসএফ এর আর্থিক সহায়তায় অতিদরিদ্র সদস্য’র ছেলে-মেয়েদেরকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। রবিবার সকালে পল্লী প্রগতি সমিতি পটুয়াখালীর কেন্দ্রীয় কার্যালয় সেমিনার কক্ষে শিক্ষাবৃত্তি প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন সমিতির সম্মানিত সভাপতি জনাব আবদুল মান্নান মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব জাফর আহম্মদ, অধ্যক্ষ, পটুয়াখালী সরকারী মহিলা কলেজ, পটুয়াখালী। বিশেষ অতিথি জনাব রুহুল আমিন খান, জেলা শিক্ষা কর্মকর্তা, পটুয়াখালী। বিশেষ অতিথি ছিলেন জনাব মুফতি সালাউদ্দিন, সাধারন সম্পাদক প্রেস ক্লাব, পটুয়াখালী। অত্র সভায় স্বাগত বক্তব্য রাখেন সমিতির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল খায়ের। শিক্ষা সংক্রান্ত বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রকল্প সমন্বয়কারী মোঃ এনায়েত মামুন। পিকেএসএফ এর আর্থিক সহযোগিতায় পটুয়াখালী পল্লী প্রগতি সমিতি’র উদ্যোগে অতিদরিদ্রদের জন্য ঋন কার্যক্রম ভুক্ত সদস্যদের ছেলে-মেয়েদের এসএসসি পরীক্ষা ২০১৫-এ জিপিএ ৪.০০ থেকে ৪.৯৯ প্রাপ্ত শিক্ষার্থীদের ১ম পর্যায়ে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে। প্রতি শিক্ষার্থীকে ১৮ হাজার করে ২৮ জন শিক্ষার্থীকে মোট ৫ লক্ষ ৪ হাজার টাকার শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে।