অন্তু আহমেদ,জবি প্রতিনিধি : পথ শিশুদের সাথে নিয়ে, তাদের সাথে খাবার ভাগাভাগি করে নিজের জন্মদিন উদযাপন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল। শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় শেষে সদরঘাট এলাকার পথ শিশুদেরকে একত্রিত করে তাদের সাথে নিয়ে খাবার খান শেখ রাসেল।
এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে শেখ রাসেল বলেন, ‘ জন্মদিনের আনন্দ সহায় সম্বলহীন এই শিশুদের সাথে ভাগাভাগি করে নিতেই ওদের সাথে নিয়ে দুপুরের খাবার খেয়েছি। কোমলমতি শিশুরাই দেশের ভবিষ্যৎ। ওদের ভালবাসা স্নেহ দিয়ে আগলে রাখতে হবে যাতে করে খারাপ পথে পা না বাড়ায়।সমাজের বিত্তশালী মানুষদের আমি অধিকার বঞ্চিত এই শিশুদের দায়িত্ব নেওয়ার আহবান জানাই। সবাই মিলে উদ্যোগী হলে পথশিশু বলে আসলে কেউ থাকবে না।’
এর আগেও তিনি অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ বৃদ্ধকে চিকিৎসার ব্যবস্থা করা, রেল দুর্ঘটনায় পা হারানো শিক্ষার্থী রুবিনার চিকিৎসার ব্যবস্থা করা থেকে শুরু করে নানাবিধ মানবসেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করেছেন।