থাইল্যান্ডে নির্বাচনে ভোট গ্রহণ শুরু March 24, 2019 Share on Facebook Tweet on Twitter থাইল্যান্ডে রোববার ভোট গ্রহণ শুরু হয়েছে। দেশটিতে ২০১৪ সালে সেনা অভ্যুত্থানের পর এই প্রথম নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন কমিশনের মহাসচিব জারুংভিচ ফুমা জানান, ৯২ হাজার ৩২০টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে।-বাসস