যুগবার্তা ডেস্কঃ অন্যায় ভাবে এ্যাংগোরা সোয়েটার্স শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশনের আবেদন বাতিল, ঢাকা বিভাগীয় শ্রম অধিদপ্তরের অসাধু ঘুষ-দুর্নীতিবাজদের বিচার এবং ইউনিয়নের রেজিষ্ট্রেশনের আবেদন পুনর্বিবেচনার দাবীতে ঢাকা বিভাগীয় শ্রম অধিদপ্তর ঘেরাও অবস্থান কর্মসূচী করেছে শ্রমিকরা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও এ্যাংগোরা সোয়েটার শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ দুপুরে এ ঘেরাও কর্মসূচি পালন করেন
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শাফিয়া পারভীন এর সভাপতিত্বে কর্মসূচীতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক-আরিফা আক্তার, সাংগঠনিক সম্পাদক- রফিকুল ইসলাম রফিক, মিসেস নাসিমা আক্তার, শ্রমিক নেতা-রিয়াদ হোসেন, হাসনাইন আহম্মেদ এ্যাংগোরা সোয়েটার শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল, সাধারণ সম্পাদক- ইউছুব আলি, মোঃ রিপন প্রমুখ।
বক্তারা বেলন, প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণ শ্রমিক কল্যাণ তথা শ্রমিক স্বার্থ সংরক্ষণে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ ও শ্রম বিধিমালা ২০১৫ অনুযায়ী সংগঠিত হইয়া শ্রমিক ইউনিয়ন গঠনের সিদ্ধান্ত গ্রহণ করি। প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকগণ (৫৫-ক-ফরম) পূরন করে ইউনিয়ন গঠন করত: আইনের যথাযথ পদ্ধতি অনুসরন পূর্বক বিগত ১৯.১১.২০১৮ তারিখে প্রথমবার এ্যাংগোরা সোয়েটার্স শ্রমিক ইউনিয়ন নামে রেজিষ্ট্রেশনের জন্য শ্রম পরিচালক- ঢাকা বিভাগ বরাবরে আবেদন পত্র দাখিল করে। উক্ত ইউনিয়নের সকল কাগজপত্রের সঠিকতা থাকলেও তাহা গত ৯ জানুয়ারি উক্ত দপ্তর থেকে প্রত্যাখ্যান করে।
শ্রমিক কর্মচারীগন পুনরায় সংগঠিত হয়ে পুনরায় গত ৩ ফেব্রুয়ারি রেজিষ্ট্রেশনের আবেদন করলে কারখানা কর্তৃপক্স ঢাকা বিভাগীয় শ্রম অধিদপ্তর এর কিছু অসাধু ঘুষখোর-দুর্নীতিবাজ কর্মকর্তাদের সাথে আতাত ও আর্থিক সুবিদা প্রদান করে রেজিষ্ট্রেশনের আবেদন প্রত্যাখ্যান করেছেন।
কারখানা ককর্তৃপক্ষ বিভিন্ন সময় ইউনিয়নের নেতৃবৃন্দ ও সক্রিয় সদস্যদের চাকুরীচ্যুত, ইউনিয়নের কার্যনির্বাহী কমিটিকে হুমকি এবং শ্রমিক নির্যাতন শ্রম আইন লংঘন, শ্রমিক অধিকার হরণ, নারী শ্রমিক নির্যাতনসহ নানা বে-আইনী কার্যকলাপে লিপ্ত হয়েছে। এ সমস্ত কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন ও সংবিধানের পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।
ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদক ও ফেডারেশনের নেতৃবৃন্দ অন্যায় ভাবে এ্যাংগোরা সোয়েটার শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশনের আবেদন বাতিলের প্রতিবাদ এবং ইউনিয়নের রেজিষ্ট্রেশনের আবেদন পুনর্বিবেচনার জোর দাবী জানালে ঢাকা বিভাগীয় শ্রম পরিচালক এস এম এনামুল হক শ্রমিকদের বলেন উক্ত বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করবেন এবং ট্রেড ইউনিয়নটি রেজিষ্ট্রেশন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শ্রমিকরা তাদের কর্মসূচী স্থগিত করে।