অন্তু আহমেদ, জবি প্রতিনিধিঃ দেশ বরেণ্য শিক্ষাবিদ, লেখক, বিজ্ঞানী ও গবেষক অধ্যাপক ড. জাফর ইকবালের উপর হামলার ঘটনায় মানববন্ধন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শিক্ষক সমিতি।
রোববার সকালে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে সমিতির পক্ষ থেকে উৎকণ্ঠা প্রকাশ করে বলা হয়, অধ্যাপক ড. জাফর ইকবালের মতো গুণীজনেরা যদি এই স্বাধীন বাংলাদেশে নিরাপদে না চলতে পারেন, তবে তা হবে আমাদের বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং তা আমাদের মহান মুক্তিযুদ্ধ ও লাখো মুক্তিযোদ্ধার আত্নত্যাগের সঙ্গে প্রতারণার সামিল।
জবি শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিবৃতিতে উল্লেখ করা হয়, একটি কুচক্রি মহল ১৯৭১ সালের মতো এখনও দেশবিরোধী চক্রান্তে লিপ্ত এবং তারই ধারাবাহিকতায় তারা এদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংসের ঘৃণ্য ও জঘন্য অপতৎপরতা অব্যাহত রেখেছে। অধ্যাপক জাফর ইকবালের উপর পরিকল্পিত আক্রমণ তারই বহিঃপ্রকাশ। হামলার হোতাদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবিও জানানো হয়।
এদিকে হামলার ঘটনায় জবিতে কর্মরত সাংবাদিকদের সংগঠন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকেও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একইসঙ্গে এমন হীন ঘটনার সঙ্গে জড়িত সব দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জবি রিপোর্টার্স ইউনিটির নেতা কর্মীরা।