বরিশাল অফিসঃ ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় বরিশালের সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি হেনরী স্বপনকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে আজ।
মামলায় অভিযোগে জানাযায়, কবি হেনরী স্বপন সম্প্রতি শ্রীলঙ্কায় গির্জায় হামলার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। এই স্ট্যাটাসের সূত্র ধরে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় বরিশাল ক্যাথলিক চার্চের ফাদার লরেন্স লাকা ভেলি গোমেজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে কবি হেনরী স্বপনসহ তিনজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। পরে নগরের চৌমাথার গোলপুকুর এলাকা থেকে কবি হেনরী স্বপনকে গ্রেফতার করে পুলিশ। পরে তাঁকে বরিশাল নগর অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম মারুফ আহমেদের আদালতে হাজির করা হলে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।
কবি হেনরী স্বপনের মুক্তির দাবিতে বরিশাল সাংবাদিক ইউনিয়ন শহরে মানববন্ধন করেছে।
এছাড়া বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন তার মুক্তি দাবি করেছেন।