জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রসমাজের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ জাতীয় ছাত্রসমাজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে আজ। এ অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়েরর জহির রায়হান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম মিলন। বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাসউদী হাসান মামুনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ছাত্রসমাজের কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক জিসান উদ্দিন প্রধান, জিয়াউল হক জুয়েল, নকিবুল হাসান নিলয়, ডা. আব্দুল্লাহ আল ফাত্তাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রসমাজ নেতা শহীদ হাসান সৈকত, ইফরাত শেখ, এস এম রেজাউল ইসলাম হাসিব, সবুজ সরকার শুভ, জিল্লুর রহমান প্রমুখ।

ইফতারের পূর্বে জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।