প্রধানমন্ত্রী শেভ হাসিনার নেতৃত্বে জঙ্গীবাদের বিরুদ্ধে যে জানবাজি লড়াই চলছে সেখানে দলবাজ-িদখলবাজরি উৎপাত সহ্য করা হবে না বলে সর্তক করে দয়িছেনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ জাতীয় সমাজতান্ত্রকি দলরে (জাসদ) ঢাকা মহানগর কমিটির আয়োজিত সমাবেশে সভাপতির বক্তৃতায় মন্ত্রী এ কথা বলনে।
মন্ত্রী বলনে, ‘জঙ্গী, আগুনসন্ত্রাসী, যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে যে লড়াই চলছে, সে লড়াইয়ে জয়ী হয়েই বাংলাদেশকে নিরাপদ করতে হবে। লড়াইয়ের এই সময়ে মহাজোটের ছাতার নীচে দলবাজ-দখলবাজির উৎপাত আর বেগম খালেদা জিয়া হত্যা-খুন ও আগুনসন্ত্রাসের মামলা থেকে রেহাই দেবার চক্রান্ত শুরু হয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী বা সরকারের ভাবর্মূতি বিনষ্ট করে এমন কোনো কাজ এবং দলবাজ-দখলবাজির মতো উৎপাত সহ্য করা হবে না।’
সমাবেশ শেষে জাসদের একটি মছিল জিরো পয়েন্ট হয়ে বঙ্গবন্ধু এভিনিউ এলাকা প্রদক্ষিণ করে। এতে জাসদরে সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, জাসদ নেত্রী শিরিন আখতার এমপিসহ দলটি অঙ্গ-সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।