জাতীয় শোক দিবসে সাংসদ বাদশার শ্রদ্ধা নিবেদন

রাজশাহী অফিসঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুস্পস্তবক অর্পণ করেন । নগরীর কুমারপাড়াস্থ স্বাধীনতা চত্ত্বরে সোমবার সকাল ৯টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী জেলা ও মহানগর এবং ১৪ দল রাজশাহী।
এসময় ফজলে হোসেন বাদশা বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, রাষ্ট্র ভাষা বাংলা চায়নি ও আন্তর্জাতিকভাবে যারা বঙ্গবন্ধুকে মেনে নিতে পারেনি, তারাই বাঙালি জাতিকে অভিভাবকহীন করার জন্য নিমর্মভাবে ৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধুসহ তার পরিবারকে ইতিহাসের জঘন্যতম হত্যাকান্ড ঘটিয়েছে।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রকে ধবংস করার জন্য যারা ১৫ই আগষ্ট সৃষ্টি করেছে তারা পাকিস্তানের এজেন্ট। স্বাধীনতার ৪৫ বছর পেরিয়ে গেলেও এখনো বাংলার মাটি থেকে পাকিস্তানি এজেন্টদের নির্মূল করা যায়নি। পাকিস্তানি ভাবধারার রাজনীতিও বন্ধ করা যায়নি। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক।
এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজশাহী মহানগর সভাপতি লিয়াকত আলি লিকু, জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল নগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, নগর সম্পাদক মন্ডলির সদস্য অ্যাড এন্তাজুল হক বাবু, সাদরুল ইসলাম, আবু সাঈদ, নগর সদস্য আবদুল মতিন প্রমুখ।