অন্তু আহমেদ, জবি : জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের মো. আল ইকরাম অর্ণব নামের এক শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বহিষ্কার সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেয়া হয়।
বলা হয়, গত ৭ মার্চ, ২০১৮ বিশ্ববিদ্যালয়ের বাসে বসাকে কেন্দ্র করে বাসে অবস্থানরত শিক্ষার্থীদের ওই ছেলে বেধড়ক মারপিট করে এবং ঘটনা পর্যবেক্ষণে যাওয়া শিক্ষকদের সঙ্গেও খুব খারাপ ব্যবহার করে। এছাড়া অর্ণব বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষের মো. মাকসুদর রহমান শিহাবকে ছুরিকাঘাত করে।
এরই প্রেক্ষিতে এ শিক্ষার্থীকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫-এর ১১(১০) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।