দারুস সালাম শাকিল:
তারা ছাত্রলীগ নেতাকর্মী
যে বয়সে নরম কণ্ঠে
প্রেয়সীর বরমাল্য পেতে
প্রপোজ করার কথা।
সে বয়সে তাদের কণ্ঠ প্রতিবাদী
বজ্র শ্লোগানে খুঁজে নিয়েছে ঠাই,
দেশপ্রেমী মানুষের ক্লান্ত মিছিলে।
তারা ছাত্রলীগ নেতাকর্মী।
ছাত্রবান্ধব, দেশসেবার প্রতিটি প্রচেষ্টায়
যখন তাদের অবধারিত প্রাপ্য ছিল প্রশংসার হীরকচুম্বন,
তখন তাদের ললাটে জুটেছে ষড়যন্ত্র,
হুদাই বদনাম আর ভর্ৎসনার খড়গ।
তারা ছাত্রলীগ নেতাকর্মী।
কেবল দেশপ্রেম, নিষ্ঠা আর কর্ম দিয়ে নয়
শুধু মুহুর্মুহু স্লোগানের শব্দ দিয়ে নয় ,
প্রতিবাদী গানের ছন্দ তুলেই ক্ষান্ত নয়,
কখনো কখনো মৃত্যু দিয়েও লিখা হয় তাদের আখ্যান।
তবু তাদের জন্য কী ঘৃণাই না রাখা আছে
সুশীল আর ধড়িবাজ লোকদের বুক জুড়ে,
শোণিতে, হৃদয়ে।
তারা ছাত্রলীগ নেতাকর্মী!