যুগবার্তা ডেস্কঃ বন্ধ ঘোষিত মালিবাগের লুমান গ্রুপের দুটি কারখানার শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য আইনগত পাওনা পরিশোধ না করায় আজ বেলা ১১টা থেকে সহস্রাধিক শ্রমিক ঢাকার কাওরানবাজারে অবস্থিত কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছে।
শ্রমিকরা চুক্তি ভঙ্গকারী মালিককে গ্রেফতার করে অবিলম্বে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের দাবি জানায়।
উল্লখ্য, ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে লুমান গ্রুপের মালিকপক্ষ গত জানুয়ারি মাসে লুমান ও লুফা গার্মেন্ট কারখানা দু’টি বন্ধ ঘোষণা করে। আইন অনুযায়ী ৩০ দিনের মধ্যে শ্রমিকদের সকল পাওনা পরিশোধের বিধান থাকলেও মালিক পাওনা পরিশোধ না করার কৌশল অবলম্বন করে। শ্রমিকদের টানা ৬ রাত ৭ দিন কারখানায় অবস্থান আন্দোলনের চাপে গত ৩ ফেব্রুয়ারি ২০১৯ শ্রমিক-মালিক-সরকার ত্রিপক্ষীয় চুক্তি সম্পাদন হয়। চুক্তি অনুযায়ী গত ২২ মার্চ শ্রমিকদের সার্ভিস বেনিফিটসহ অন্যান্য আইনগত পাওনা পরিশোধ করার কথা ছিল। কিন্তু মালিক চুক্তি অনুসারে ঐদিন শ্রমিকদের পাওনা পরিশোধে অস্বীকার করায় শ্রমিকরা আবারো আন্দোলনে নামতে বাধ্য হয়েছে।
আজ কাওরান বাজারের লাগাতার অবস্থান সমাবেশে বক্তারা শ্রমিকের পাওনা পরিশোধ না করার মত ন্যাক্কারজনক কাজের নিন্দা জানিয়ে বলেন, শ্রমিকরা বর্তমানে শ্রমের বিনিময়ে যে মজুরি পায় তা কোনভাবেই ন্যায্য নয় কিন্তু সেই সামান্য অর্থটুকুও মালিকরা পরিশোধ না করে ষড়যন্ত্রের আশ্রয় নেয়। বক্তারা সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে বলেন, সরকার দেশের ৯৯ ভাগ মানুষের স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে ১ ভাগ লুটেরার স্বার্থ রক্ষা করছে। বক্তারা আরও বলেন, দেশে শ্রমজীবী ও মেহনতি মানুষের ওপর সরকারের প্রত্যক্ষ মদদে চরম জুলুম নির্যাতন চালানো হচ্ছে।
গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র লুমান ফ্যাশন লিঃ কারখানা কমিটির সভাপতি নূল মোহাম্মদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত অবস্থান সমাবেশে আরও বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরি সভাপতি কাজী রুহুল আমীন, সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা সাদেকুর রহমান শামীম, ইকবাল হোসেন, কেএম মিন্টু, মঞ্জুর মঈন, জয়নাল আবেদীন, হোসেন আলী, আঞ্চলিক নেতা জাহাঙ্গীর আলম, কারখানার শ্রমিক চায়না আক্তার প্রমুখ।