বাপ্পাদিত্য বসু ঃ
যারা ভাবছেন ব্লগার খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন হিন্দু খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন বৌদ্ধ খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন খ্রিস্টান খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন ইমাম বা মুয়াজ্জিন তথা মুসলমান খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন শিক্ষক, লেখক, প্রকাশক খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন নিরীহ গ্রামবাসী খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন মুক্তমনা, মুক্তচিন্তক খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন পুলিশ খুনের মিশন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন নাস্তিক খুনের মিশন, তারা ভুল করছেন।
আসলে এটা বাংলাদেশ খুনের মিশন। আক্রান্ত আজ সারা বাংলাদেশ।
যারা ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা, তারা ভুল করছেন।
যারা ভাবছেন, মদিনা সনদ অনুযায়ী দেশ চালাবেন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন জামাতকে নিষিদ্ধ না করে কৌশলে হাতে রেখে ক্ষমতা পোক্ত করবেন, তারা ভুল করছেন।
যারা ভাবছেন বিএনপি জামাতের জন্য গণতন্ত্রের স্পেস করে দিলেই সমস্যার সমাধান হবে, তারা ভুল করছেন।
যারা ভাবছেন সরকারের পতন হলেই সব সমাধান হবে, তারা ভুল করছেন।
অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির দৃঢ় ঐক্যই পারে এই মহাসংকট ও আক্রমণের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে। সাময়িক কোনো আপোসের পথ সমাধান নয়। বিচ্ছিন্ন বলে চোখ বন্ধ করে রাখাই সমাধান নয়। মদিনা সনদ কিংবা ধর্মের বর্ম গায়ে জড়িয়ে ধর্মান্ধ এই অপশক্তিকে নিরস্ত্র করা যাবে না। দুপুরে শেখ হাসিনার সাথে লাঞ্চ করে সন্ধ্যায় খালেদা জিয়ার টেবিলে বসে ডিনার করে গণতন্ত্রের সংকীর্তন করে সমাধান হবে না। দৃঢ় ঐক্য আর কঠোর একশনই একমাত্র সমাধান।
বাপ্পাদিত্য বসুঃ বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক সভাপতি ও সাংবাদিক