যুগবার্তা ডেস্কঃ ৩০ ডিসেম্বর বগুড়া সহ সারাদেশ ব্যাপী পৌর নির্বাচনকে সামনে রেখে ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি- এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা ও দপ্তর সম্পাদক মোঃ মুছার নেতৃত্বে বগুড়া সদর, কাহালু ও শেরপুর পৌর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। সকাল ১১.০০ টা থেকে বগুড়া পৌরসভার ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ঘরে ঘরে গণসংযোগ করেন। এসময় জাতীয়তাবাদী বন্ধু দলের বগুড়া জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ আরমান হোসেন ডলার, সদস্য সচিব মোছাঃ কামরুন নাহার শিমু, সদস্য আব্দুল্লাহ আল কাফি, এনডিপির ঢাকার মহানগর নেতা মোঃ আবু রায়হান, বগুড়া জেলার এনডিপির মোঃ নয়ন, মোঃ সোহাগ, মোঃ নাহিদুল ইসলাম, মোঃ নাদিম হোসেন বিএনপি নেতা, মোঃ আব্দুর রাজ্জাক, শেরপুর পৌর বিএনপি নেতা মোঃ শাহিন, জয়নাল আবেদীন, কাহালু পৌর বিএনপি নেতা মোঃ হাবিবুর রহমান জুয়েল, আহসানুর রহমান লিপন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় নেতৃবৃন্দ ১৮নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী এসএম মোরশেদ মিটন ও সংরক্ষিত কাউন্সিলর পদপ্রার্থী মোছাঃ সুবর্ণা আকতারদের সাথে বিভিন্ন জায়গায় গণসংযোগ করেন। এনডিপির নেতৃবৃন্দ দুপুরে বগুড়া পৌর মেয়র প্রার্থী এ্যাডভোকেট একেএম মাহবুবুর রহমানের সাথে সাক্ষাৎ করতে গেলে তিনি বলেন আমি নির্বাচন নিয়ে এখনো সংকিত। বর্তমান ভোটার বিহীন সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হতে পারে তা আমি বিশ্বাস করি না। তিনি আরও বলেন প্রশাসন আমাকে আশ্বস্ত করলেও কার্যত মাঠে প্রশাসনের ভূমিকা এখনও প্রশ্নবিদ্ধ। তিনি তারপরেও আশাবাদী জনগণের ব্যালট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের পক্ষে রায় দিবেন। বিভিন্ন জায়গায় গণসংযোগ কালে এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা বলেন, গুম, খুন, সন্ত্রাস দলীয় চাঁদাবাজী আর নৈরাজ্যের বিরুদ্ধে ভোটাররা কেন্দ্রীয় পৌছাতে পারলে আওয়ামীলীগের জামানত বাজেয়াপ্ত হবে। তিনি আরও বলেন কাউকে বন্দুকের নলের মুখে ভোট দানে বিরত রাখতে পারবে না, দুঃশাসনের সরকার। জনগন ঐক্যবদ্ধভাবে ৩০ ডিসেম্বর আওয়ামীলীগের নৌকাকে লালকার্ড দেখিয়ে ধানের শীষে ভোট দিবে। দুপুর ২.০০ টায় বগুড়া পৌরসভার ১নং ওয়ার্ডের কারারুদ্ধ নেতা শাহ মোঃ মেহেদী হাসান হিমুর পক্ষে গণসংযোগ করেন, এসময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ বিভিন্ন পর্যাযের নেতৃবৃন্দ। বিকাল ৫.০০ টায় শেরপুর খেজুর তলায় এনডিপির উদ্যোগে ২০ দলীয় জোটের প্রার্থী স্বাধীন কুমার কুন্ডুর পক্ষে গণসংযোগ করেন এবং তার সাথে এনডিপির প্রেসিডিয়াম সদস্য মোঃ মঞ্জুর হোসেন ঈসা, দপ্তর সম্পাদক ও শেরপুরের কৃতি সন্তান মোঃ মুছা এবং বগুড়া বাদুড়তলার কৃতি সন্তান, এনডিপির ঢাকার মহানগর নেতা আবু রায়হান মতবিনিময় করেন। তিনি এসময় ক্ষোভের সাথে বলেন আমাদেরকে সুষ্ঠ ভাবে মাঠে কাজ করতেই দিচ্ছে না প্রশাসন ও দলীয় ক্যাডার। আমার পোষ্টার ছিড়ে ফেলছে, আমার এজেন্ট এবং পুলিং এজেন্টকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করছে যাতে করে তারা কেন্দ্রে যেতে না পারে। তিনি শেরপুর পৌরবাসীকে আহ্বান জানান সব ভয়ভীতি উপেক্ষা করে আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষে ভোট দিয়ে খালেদার জিয়ার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।