যুগবার্তা ডেস্কঃ মে দিবসে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নগরীতে সমাবেশ ও র্যালী করেছে আজ।
সকাল সাড়ে ৯টায় রাজধানীর পুরানা পল্টন মোড় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি কমরেড রাশদ খান মেনন এম.পি। বিশেষ অতিথি ছিলেন লুৎফুন নেসা খান বিউটি এম.পি.।
র্যালীতে প্রায় ৩ হাজারের অধিক গার্মেন্টস শ্রমিক বাংলাদেশী পতাকা এবং ফেডারেশনের লাল পতাকাসহ অংশগ্রহন করবেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিনের সভাপতিত্বে সমাবেশে সঞ্চালক করেন সংগঠনের সাধারন সম্পাদক মিসেস আরিফা আক্তার।
উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মোঃ ফারুক খান, মিস সাফিয়া পারভীন, মোঃ কবির হোসেন, মোঃ রফিকুল ইসলাম রফিক, মিসেস আলেয়া বেগম, মোঃ ফরিদুল ইসলাম, নাসিমা আক্তার, ইসরাত জাহান ইলা, মোঃ কাশেম, মোঃ হুমায়ুন কবির ও মোঃ সবুজ।
সংহতি প্রকাশ করেন ওয়ার্কার্স পার্টি নেতা মোস্তফা আলমগীর রতন।