ডেস্ক রিপোর্ট : গত ২৪ ঘন্টায় রাজধানী ঢাকাসহ সারা দেশে মোট ২ লাখ ২৫ হাজার ২৮০ জন কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩৯ হাজার ৭৮০ জন এবং মহিলা ৮৫ হাজার ৫০০ জন।
এর মধ্যে ঢাকা বিভাগে ৭৯ হাজার ৯৩৮ জন। পুরুষ ৪৪ হাজার ৭৬৭ জন ও নারী ২৫ হাজার ১৭১ জন।ময়মনসিংহ বিভাগে ১০ হাজার ১৪ জন। পুরুষ ৫ হাজার ৯৮২ জন ও নারী ৪ হাজার ৩২ জন। চট্টগ্রাম বিভাগে ৪৯ হাজার ২৮১ জন। পুরুষ ৩০ হাজার ৭৭১ জন ও নারী ১৮ হাজার ৫১০ জন। রাজশাহী বিভাগে ২৩ হাজার ৬৭০ জন। পুরুষ ১৩ হাজার ৫৮৫ জন ও নারী ৯ হাজার ৮৫ জন। রংপুর বিভাগে ২০ হাজার ৩১৮ জন। পুরুষ ১২ হাজার ৪১৮ জন ও নারী ৭ হাজার ৯০০ জন। খুলনা বিভাগে ৩৯ হাজার ৪৬৬ জন। পুরুষ ১৮ হাজার ৪৩০ জন ও নারী ১২ হাজার ৩৬ জন। বরিশাল বিভাগে ১০ হাজার ৬৩১ জন । পুরুষ ৬ হাজার ৬৪৩ জন ও নারী ৩ হাজার ৯৮৮ জন। এবং সিলেট বিভাগে ১১ হাজার ৯৬২ জন। পুরুষ ৭ হাজার ১৮৪ জন ও নারী ৪ হাজার ৪৭৮ জন।
গত ২৭ জানুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ভ্যাকসিন গ্রহীতার সংখ্যা ২৩ লাখ ৮ হাজার ১৫৭ জন। এদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৮ হাজার ৭১৫ জন এবং মহিলা ৭ লাখ ৮৯ হজার ৪৪২ জন।
এদিকে, ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অতিরিক্ত ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে আজ থেকে দেশের ভ্যাকসিন প্রদান কেন্দ্রগুলোতে অন-অ্যারাইভাল রেজিস্ট্রেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, দেশব্যাপী এই ভ্যাকসিন সরকার সাধারণ মানুষের জন্য বিনামূল্যে প্রদান করছে।