ক্ষুধার্ত হকারদের আওয়াজে নগরভবন ভেঙে পড়বে

যুগবার্তা ডেস্কঃ বিকল্প কর্মসংস্থান ছাড়া উচ্ছেদ বন্ধ, ফুটপাতের এক-তৃতীয়াংশে হকার বসতে দেওয়ার দাবিতে আজ বাংলাদেশ হকার্স ইউনিয়ন ঢাকা দক্ষিন নগরভবন ঘেরাও কর্মসূচি পালন করেছে আজ।

বেলা ১১ টায় হাজার হাজার হকার মিছিল করে এসে নগরভবনের সামনে যেতে গেলে গোলাপশাহ মাজারের কাছে পুলিশ ব্যরিকেড ˆতৈরি করে বাধা দেয়। হকাররা সেখানেই অবস্থান করে সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আব্দুল হাশেম কবীর। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ, সাংগঠনিক সম্পাদক মো. জসিমউদ্দিন, দপ্তর সম্পাদক গোলাপ হোসেন, কেন্দ্রীয় নেতা শহীদ খান, শাহানা আক্তার মিজানুর রহমান, এম এ খায়ের, কনক, মো. মাসুম, সামিরুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, গত ৩ মাস ধরে হকাররা ফুটপাতে বসতে না পেরে অভুক্ত রয়েছে। এই ক্ষুধার্ত হকারদের আওয়াজে নগরভবন ভেঙ্গে পড়বে। সমাবেশে বক্তারা বলেন, হকারদের উপর হামলা, মামলা, গ্রেফতার করে, মালামাল লুট করে হকারদের আন্দোলন বন্ধ করা যাবে না।

সমাবেশ থেকে আগামী ১৫ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে হকার মহাসমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

সমাবেশ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৯ সদস্যের একটি প্রতিনিধি দল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাথে বৈঠক করেন।