যুগবার্তা ডেস্কঃ আগামীকাল সাবেক স্পীকার বিচারপতি আব্দুল জব্বার খানের ৩৫তম মৃত্যুবার্ষিকী। ১৯৮৪ সনের এই দিনে তিনি ঢাকায় গুলশানস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
বিচারপতি আব্দুল জব্বার খান ১৯০১ সনের ১ জানুয়ারি বরিশালের বাবুগঞ্জ থানার বাহেরচর ক্ষুদ্রকাঠি গ্রামে জন্নগ্রহণ করেন। প্রথমে আইন ব্যবসা ও পরে বিচার বিভাগে যোগদানের পর তিনি পূর্ব পাকিস্তান হাইকোর্টের বিচারপতি পদে উন্নীত হন। অবসর গ্রহণ করার পর তিনি মুসলিম লীগের রাজনীতিতে যোগ দিয়ে পূর্ব পাকিস্তান মুসলিম লীগের সভাপতি ও পাকিস্তান জাতীয় পরিষদের স্পীকার নির্বাচিত হন। উনসত্তর সালে রাজনীতি থেকে অবসর গ্রহণ করে তিনি মূলতঃ স্কুল-কলেজ মসজিদ-মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলেন।
বিচারপতি আব্দুল জব্বার খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় তার কবরে ফাতেহা পাঠ, বিকালে তার পুত্র সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন এমপি-এর বাসভবনে পরিবারের উদ্যোগে মিলাদ মাহফিল ও বরিশালের বাবুগঞ্জের কেদারপুরে স্পীকার বিচারপতি আব্দুল জব্বার খান পাঠাগারের উদ্যোগে আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।