‘কসমিক সেক্স’-এ কতটা ফ্রন্টাল ন্যুডিটি রয়েছে? June 25, 2016 Share on Facebook Tweet on Twitter পরিচালক অমিতাভ চক্রবর্তীর ছবি ‘কসমিক সেক্স’ নন্দনে দেখানোর ওপর নিষেধাজ্ঞা জারি করল নন্দন কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত নিয়ে আপাতত সরগরম সিনে দুনিয়া। কী রয়েছে এই ছবিতে? সত্যিই কি ফ্রন্টাল ন্যুডিটির কারণে নন্দনে ছবিটি দেখানো সম্ভব নয়? দেখে নিন গ্যালারিতে।