এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

যুগবার্তা ডেস্কঃ ১৩তম এশিয়া কাপে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। এবারের ফাইনালে বাংলাদেশের প্রতিদ্বন্দ্বী ভারত। আজকে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৯ ওভার এক বলে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
খেলার শুরুতেই বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে পাকিস্তানের ব্যাটসম্যানরা। মাত্র ১ রান দিয়ে প্রথম ওভার শেষ করেছিলেন পেসার তাসকীন আহমেদ। আর দ্বিতীয় ওভারের প্রথম বলেই পাকিস্তানের ব্যাটিং লাইনে আঘাত হানেন আল আমিন। খুররম মনজুর উইকেটকিপার মুশফিকুর রহিমের তালুবন্দি হয়ে সাজঘরে ফিরে যান। পরে চতুর্থ ওভারের পঞ্চম বলে পাকিস্তানের আরেক ওপেনার সারজিল খানকে বোল্ড করেন স্পিনার আরাফাত সানি। এদিকে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা পঞ্চম ওভারের পঞ্চম বলে মোহাম্মদ হাফিজকে এলবিডব্লিউ এর ফাঁদে ফেলেন।
২০১২ সালে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠলেও পাকিস্তানের কাছে ২ রানে হেরে শিরোপার স্বপ্ন ভেস্তে গিয়েছিল বাংলাদেশের।এবার অগ্নিঝরা মার্চে সেই পাকিস্তানকে ফাইনালের স্বপ্ন পূরণ করেছে বাংলাদেশের টাইগাররা।
এশিয়া কাপে ফাইনালে ওঠার খবরে গোটা দেশ আনন্দে ভাসছে। অভিনন্দন জানান মাননীয় রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়া, ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, জাসদের সভাপতি হাসানুল হক ইনুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।