যুগবার্তা ডেস্কঃ ’গাড়িওয়ালা’ আন্তর্জাতিক উৎসব জয়ের পর বাংলাদেশে ছবি মুক্তির জন্য খোঁজা হচ্ছিল একটি শুভদিন। ঈদুল আজহার ছবি হিসেবে আশরাফ শিশির পরিচালিত এছবিটি প্রেক্ষাগৃহে আসছে । সেই সঙ্গে ঈদের পঞ্চম দিন চ্যানেল আইয়ে সকাল সাড়ে ১০টায় ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই ছবির ‘ওয়ার্ল্ড প্রিমিয়ার’ হবে ।
তবে গাড়িওয়ালার জন্য মুক্তির দিন ঠিক হওয়াই একমাত্র সুখবর নয়। ছবিটি ভারতের কলকাতায় অনুষ্ঠেয় একটি উৎসবে পেয়েছে তিনটি পুরস্কার। ‘নেজ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ ২৫ ও ২৬ সেপ্টেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে । ছবিটি এরই মধ্যে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসেবে পুরস্কার জিতেছে । পাশাপাশি রোকেয়া প্রাচী এই ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব) ও শেখ মারুফ শ্রেষ্ঠ শিশুশিল্পীর পুরস্কার জিতেছেন। পরিচালক আশরাফ শিশির ও রোকেয়া প্রাচী উৎসবে যোগ দিতে কলকাতা যাচ্ছেন। ছবি গাড়িওয়ালা ২৫ সেপ্টেম্বর উৎসবে প্রদর্শিত হবে ।