ইউনিয়ন ধ্বংসের ষড়যন্ত্র প্রতিরোধে বিজিএমইএ ভবনের সামনে অবস্থান ধর্মঘট

যুগবার্তা ডেস্কঃ জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ও ইউনিয়ন নেতৃবৃন্দ কারখানা মালিকের ইউনিয়ন ধ্বংসের ষড়যন্ত্র বন্ধ, অবিলম্বে ভার্সুয়াল নীট ওয়্যার লিঃ খুলে দেয়া এবং ফ্রেন্ডস ষ্টাইলের ইউনিয়ন কর্মকর্তাদের চাকুরীতে পূনর্বহালের জন্য বিজিএমইএ এর নিকট জোর দাবী জানিয়েছেন। বুধবার সকাল ১১টায় বিজিএমইএ ভবনের সামনে অনুষ্ঠিত অবস্থান ধর্মঘট থেকে এই দাবী জানান।
ফেডারেশনের সভাপতি আমিরুল হক্ আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন: ফেডারেশনের সাধারণ সম্পাদক মিস্ শাফিয়া পারভীন, কেন্দ্রীয় নেতা মোঃ ফারুক খান, মোঃ কবির হোসেন, মোঃ রফিক, মোঃ কাসেম এবং ভার্চুয়াল নীট ওয়্যার শ্রমিকরা বক্তব্য রাখেন।সমাবেশে সংহতি বক্তব্য রাখেন একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক জনাব কামরুল হাসান।
বক্তারা অভিযোগ করে বলেন, কতিপয় কারখানা মালিক শ্রমিকেেদর ইউনিয়ন রেজিষ্ট্রেশন পাওয়ার পর ইউনিয়ন ধ্বংসের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তারা (মালিকরা) কারখানা বন্ধ, লে-অফ, সাময়িক বন্ধ, ইউনিয়ন নেতৃবন্দ ও সক্রিয় সদস্যদের চাকুরীচ্যুতি এবং শ্রমিক নির্যাতন সহ নানা বে-আইনী কার্যকলাপে লিপ্ত হয়েছে। এ সমস্ত কার্যকলাপ বাংলাদেশ শ্রম আইন ও সংবিধানের পরিপন্থি শাস্তিযোগ্য অপরাধ।
বক্তারা বলেন, এ সকল কারখানা সমূহের মধ্যে কিছু কারখানা মালিকদের অপকর্ম ইতোমধ্যে আমরা সরকারের গোচরে এনেছি। তারা বে-আইনী তৎপরতায় লিপ্ত এই মালিকদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে ২টি কারখানার শ্রমিকদের জীবন -জীবিকা সমস্যা সমাধানের ব্যবস্থা নেয়ার জন্য বিজিএমইএ প্রতি জোর দাবী জানান।
বক্তারা বলেন, ২টি কারখানার নাম উল্লেখ করে বলেন ‘ ১। ভার্চুয়াল নীটওয়্যার লিঃ,ইউনিয়নের নাম ভার্চুয়াল নীটওয়্যার লিঃ শ্রমিক কর্মচারী ইউনিয়ন রেজি নং ঢাকা ৪৯৭৮,কারখানার শ্রমিক সংখ্যা ৫০০ জন,ইউনিয়নের মোট সদস্য সংখ্যা ২৪৯ জন। কারখানাটি গাজীপুরে অবস্থিত। কারখানার ইউনিয়নটি জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের অন্তর্ভূক্ত। ইউনিয়নটি গত ১৫/০৯/২০১৪ ইং তারিখে রেজিষ্ট্রার অব ট্রেড ইউনিয়ন (যগ্ম শ্রম পরিচালক) কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত হয়। গত ১১/০৯/২০১৬ ইং তারিখ রবিবার ঈদের ছুটি ঘোষনা করে সেই রাতেই কারখানার দেয়ালে নোটিশ সেটে কারখানাটি অনিদ্রিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করে। কিন্তু, শ্রমিকদের ক্ষতিপুরণসহ আইনানুগ পাওনাদি পরিশোধ করে নাই। উল্লেখ্য যে, এই মালিকের আরো ২টি গার্মেন্টস ( ১.ভার্চুয়াল নীট এন্ড লিসওয়্যার লিঃ ২. ভার্চুয়াল বটমস্ লিঃ) যথারীতি কাজ চলছে।’

২. ফ্রেন্ডস স্টাইল ওয়্যার লিঃ- কারখানার শ্রমিকরা সংগঠিত হয়ে কারখানায় একটি ইউনিয়ন গঠন করে যা শ্রম পরিদপ্তর থেকে ০৩.০২.২০১৪ ইং তারিখে রেজিষ্ট্রেশন লাভ করে (যার রেজিষ্ট্রেশন নং-ঢাকা-৪৮৫৩)। কারখানা মালিক ইউনিয়ন ধ্বংস করার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ইউনিয়নের সকল সক্রিয় সদস্যদের বে-আইনীভাবে চাকুরীচ্যুত করেছে। ক্ষতিপুরণ,বেতন-ভাতাসহ শ্রমিকদের আইনানুগ পাওনাদি পরিশোধ করে নাই। গত ৬ মাস ধরে শ্রমিকদের বিরুদ্ধে নানা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। শ্রমিকরা যাতে অন্য কারখানায় চাকুরী না পায় তার জন্য অন্য কারখানার মালিকদের প্রভাবিত করেছে। উল্লেখ্য যে, যুগ্ন শ্রম পরিচালকের কার্যালয় এ কারখানার মালিকের বিরুদ্ধে আইন অমান্য করার জন্য শ্রম আদালতে ১৭টি মামলা দায়ের করেছে ।’
বক্তারা বিজিএমইএ নিকট অবিলম্বে ভার্সুয়াল নীট ওয়্যার লিঃ খুলে দেয়া ও ফ্রেন্ডস ষ্টাইলের ইউনিয়ন কর্মকর্তাদের চাকুরীতে পূনর্বহালের জোর দাবী জানান।