যুগবার্তা ডেস্কঃ শুক্রবার বিকালে রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে অকাল প্রয়াত সিপিবি নেতা স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কমরেড আসলামউদ্দিন’র শোক সভা অনুষ্ঠিত হয়।
সিপিবি ঢাকা কমিটির সভাপতি কমরেড মোসলেহ উদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিপিবি প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফি রতন, ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি আনোয়ারুল হক, অ্যাডভোকেট জেয়াদ আল মালুম, সিপিবি ঢাকা কমিটির সাধারণ সম্পাদক ডা. সাজেদুল হক রুবেল, কৃষক সমিতির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন খান, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা মোতালেব হোসেন, সিপিবি নেতা বিকাশ সাহা, ফেরদৌস আহমেদ উজ্জল, যুব ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শিশির চক্রবর্তী, ছাত্র ইউয়িনের সভাপতি জিলানী শুভ, কবি সাখাওয়াৎ হোসেন টিপু, যুব নেতা আজাদ হোসেন, দিপায়ন হোসেন প্রমুখ। সভা সঞ্চালন করেন ঢাকা কমিটির সদস্য মুশফিকুল ইসলাম শিমুল।
শোকসভায় বক্তারা বলেন ভোগবাদী সমাজের সকল মোহত্যাগ করে দীর্ঘদিন ছাত্র ও ক্ষেতমজুর আন্দোলন করেন। কমরেড আসলামউদ্দিন ছাত্র আন্দোলন ও ক্ষেতমজুর আন্দোলনে ছিলেন সহযোদ্ধাদের কাছে সাহস ও আপসহীন প্রতিবাদী নেতার প্রতীক। আসলামউদ্দিন রাজনীতির পাশাপাশি পত্রিকা ও নানা প্রকাশনার সাথে যুক্ত ছিলেন। তিনি পশ্চাদপদ সমাজের মানুষের ধর্মীয় কুসংস্কার ও গোড়ামীর বিরুদ্ধে লড়াইয়ে ছিলেন আপসহীন। লালন চর্চাকে গ্রাম-গ্রামান্তরে ছড়িয়ে দিতে তিনি দেশের বাউল শিল্পীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন। তার আপসহীন প্রতিবাদী ভূমিকা তাকে এলাকার মানুষের কাছে কিংবদন্তিতে পরিণত করে। আসলমউদ্দিন এলাকার মানুষের বিপদ-আপদসহ যেকোন সমস্যায় পাশে দাঁড়াতেন। অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। এসব কাজের মধ্য দিয়ে আসলামউদ্দিন নাগরপুর এলাকায় জনগণের নেতায় পরিণত হন।
আসলামউদ্দিন তার পেশাগত কাজে নাগরপুর ছেড়ে ঢাকায় এসে সিপিবি’র সূত্রাপুর থানার সাথে যুক্ত হয়ে আমৃত্যু পার্টির সাথে লড়াই-সংগ্রামে ছিলেন এবং অল্প দিনের মধ্যে বাংলাবাজার এলাকার প্রকাশনা শিল্পের সাথে যুক্ত হয়ে নানাস্তরের মানুষের প্রিয় নেতায় পরিণত হন। আসলামউদ্দিন মাঠের লড়াইয়ের পাশাপাশি জ্ঞান চর্চায় ছিলেন নিবেদিত প্রাণ। আসলামউদ্দিন অন্যায়ের কাছে কোনো দিন মাথা নত করেন নাই। আসলামউদ্দিন তার রাজনৈতিক জীবনে দীর্ঘদিন কারাভোগ করেছেন। বারবার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য সিপিবি নেতা আসলামউদ্দিন গত ১৭ মার্চ দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে দীর্ঘ রোগভোগের পর মৃত্যুবরণ করেন। তার স্মরণে শোকসভার শুরুতে সঙ্গীত পরিবেশন করে উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীবৃন্দ। ১ মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শোকসভা শুরু হয়।