আরেকটি মিছিল বের করতে হবে

সাজ্জাদ হোসেনঃ ধানের ক্ষেতে কৃষকের আগুন আর ঋন খেলাপীর ক্ষেতে বাংলাদেশ ব্যাংকের ছাড়া
ঋন খেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া এবং নির্বাচনে অযোগ্য ঘোষনার দাবিতে ১৯৯৪ সালে তৎকালীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের একটি মিছিল মতিঝিল পর্যন্ত গিয়ে পুলিশী হামলায় পন্ড হয়েগিয়েছিল। কিন্তু সেই মিছিলের পর ব্যপকভাবে বিষয়টি আলোচিত হয় এবং ঋনখেলাপীরা নির্বাচনে অযোগ্য হয়ে পড়ে।

কিন্তু আজ বাংলাদেশ ব্যাংক ঋন খেলাপীদের নতুন করে পুরস্কৃত করল। যা দেশের অর্থনীতি এবং রাজনীতিতে খারাপ নজির হয়ে থাকবে।
অন্যদিকে কৃষক যখন ধান ক্ষেতে আগুন দেয়, তখন ষড়যন্ত্র আজে কিনা বানিজ্যমন্ত্রী কারন খুজে দেখতে চান। আর কৃষিমন্ত্রী বলেন, অতিরিক্ত ফলনের কারনে ধানের দাম কম সরকারের কিছু করার নাই।
তাই আজ মনে হচ্ছে ১৯৯৪সালের(মিছিলে আমিও ছিলাম) মত আবারও আরেকটি মিছিল বের করতে হবে।
পুণশ্চঃ ধানের দাম কম নিয়ে বানিজ্য মন্ত্রী এবং কৃষি মন্ত্রীর মন্তব্য সবাইকে আহত করেছে। পাশাপাশি হুইপ আবু সাঈদ আল মামুন এমপির বক্তব্য দেশবাসী গ্রহন করেছে।-লেখকঃ সহ-দফতর সম্পাদক, জাসদ।