নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি পদে মোঃ আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুন:নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি অভিনন্দন জানিয়েছেন।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ অভিনন্দনের তথ্য জানিয়েছে দলটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি পদে মোঃ আব্দুল হামিদ দ্বিতীয় মেয়াদে পুন:নির্বাচিত হওয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা অভিনন্দন জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, তৃণমূল থেকে উঠে আসা এই বরেণ্য রাজনীতিবিদ এর এই পদে আসীন হওয়াতে আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং মনে করি যে, তিনি রাষ্ট্রের সার্বিক তত্ত্বাবধানে অভিভাবকত্বের তাঁর অতীত ভূমিকা অব্যাহত রাখবেন।