আনন্দ উৎসবের মাধ্যমে বর্ষ বরন

যুগবার্তা ডেস্কঃ ১৪২৫ নতুন বছরকে সাদরে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বরন করা হয়েছে।

শনিবার পয়লা বৈশাখের হাজারো মানুষের ঢল নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ নগরীর গুরুত্বপূর্ণ এলাকায়। সকালে চারুকলার আয়োজনে মঙ্গল যাত্রায় ছিল কেবল আনন্দ আর আনন্দ, উল্লাস আর উচ্ছ্বাস। নেচে–গেয়ে, ডাক-ঢোলের বাদ্য বাজিয়ে বাংলার চিরায়ত সাজে নববর্ষকে বরণ করছে সবাই। সবার প্রত্যাশা, নতুন বছরটি হবে আরও ভালো।

শোভা যাত্রার নেতৃত্বদেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের। শোভা যাত্রাটি শাহবাগ, রূপসী বাংলা হয়ে আবারও শাহবাগ গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় এবার আটটি প্রতীক—সূর্য, বক-মাছ, হাতি, পাখি, সাইকেলে মা-শিশু, টেপা পুতুল, মহিষসহ চারটি পাখি ও জেলে। এগুলো বাঁশ, কাঠ ও বিভিন্ন রঙের কাগজ দিয়ে তৈরি।

তিন দশক ধরে বর্ষবরণের অন্যতম আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মঙ্গল শোভাযাত্রা। ইউনেসকোর বিশ্ব–ঐতিহ্যের স্বীকৃতি পেয়েছে এ শোভাযাত্রা। শোভাযাত্রাটি ছিল নিরাপত্তার চাদরে ঘেরা।

গোটা বিশ্ববিদ্যালয় এলাকা ছিল বিভিন্ন অনুষ্ঠানে ভরপুর। উপচে পড়া ভীড় ছিল সর্বত্র।

একইভাবে দেশের বিভিন্ন এলাকায় বর্ষ বরন করা হয়।