গত বৃহস্পতিবার সন্ধ্যায় প্রচন্ড পেটে ব্যাথায় অসুস্থ হয়ে পড়লে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়।
ডাক্তারের পরামর্শে শুক্রবার সকালে অপারেশন হওয়ায় এখন সুস্থ আছেন। জানাগেছে, ছোট একটি অপারেশন হওয়ায় এখন সুস্থ আছেন। কবে নাগাদ বাসায় ফিরতে পারবেন এখনও জানা যায়নি।
সম্প্রতি শাবনুর অস্ট্রেলিয়া থেকে ফিরছেন, দীর্ঘদিন বন্ধ থাকা ’পাগল মানুষ’ ছবির শুটিং করার জন্য। এছাড়াও আরও কয়েকটি কাজ করবেন বলে জানিয়েছেন। তাছাড়া বাংলাদেশে তার বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। এগুলোর কাজের পরিকল্পণা তদারকি করবেন।
আবার কবে নাগাদ অস্ট্রেলিয়া ফিরে যাবেন ঠিক করেননি।