অভিনেত্রী মৌসুমী হামিদ হাসপাতালে

এপার-ওপার দুই বাংলাতেই জনপ্রিয় হয়ে ওঠা অভিনেত্রী মৌসুমী হামিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রচণ্ড জ্বরের কারণে রোববার সকালে তাকে উত্তরা মহিলা হাসপাতালে ভর্তি করা হয়।
মৌসুমী হামিদের পরিবার সূত্রে জানা গেছে, ভোরে হঠাৎ করেই প্রচণ্ড জ্বর আসে হামিদের। পরে তাকে উত্তরা মহিলা হাসপাতালে নেয়া হয়। সেখানে ডা. ফারজানার ত্বত্তাবধানে তার চিকিৎসা করা হয়। ডাক্তার জানিয়েছেন, ভয়ের কোন কারণ নেই। তার অবস্থা মোটামুটি ভালো।